Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী বাংলাদেশিদের মধ্যে গত সেপ্টেম্বরের ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত সময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি...রাজিউন)।
সৌদি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাঁদের মধ্যে আকরাম উল্লাহ নামে ৯ বছর বয়সী এক শিশুও রয়েছে।
সৌদিতে মৃত্যুবরণকারী ১৩ জন হলেন, ১। ইদু মিয়া (৭৮), ২। আলিম উদ্দিন মাস্টার (৬১), ৩। আকরাম উল্লাহ (৯), ৪। এ লতিফ সরকার (৫৮), ৫। আইয়ুব খান(৪৫), ৬। শফিউল আলম চৌধুরী (৬৪), ৭। আনোয়ারা বেগম (৫৫), ৮। রওশন আরা বেগম (৫১), ৯। আব্দুল সাঈদ আলিম (৬৭), ১০। রিজিয়া (৬৬), ১১। মমতাজ উদ্দিন মণ্ডল (৬২), ১২। ইউসুফ আলী তালুকদার (৬৭), ১৩। আজিজুল হক (৯০)।