IQNA

মস্কোয় আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ‘ইসলাম ও খ্রিষ্টান সংস্কৃতি’ অনুষ্ঠিত হবে

20:34 - October 03, 2012
সংবাদ: 2425521
চিন্তা ও বিজ্ঞান বিভাগ: রাশিয়ার রাজধানী মস্কোয় আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ‘ইসলাম ও খ্রিষ্টান সংস্কৃতি’ ১৮ই ও ১৯শে অক্টোবর অনুষ্ঠিত হবে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত অন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ‘ফ্রাঙ্গো’ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে রাশিয়ান মানবিক ও সামাজিক বিজ্ঞান ইন্সটিটিউট এবং ‘প্রবাল’ ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত হবে।
‘ইসলাম ও খ্রিষ্টান সংস্কৃতি’ অন্তর্জাতিক সম্মেলনে, মধ্যযুগ ও আধুনিক কালে পূর্ব এবং পশ্চিম ইউরোপে গবেষণা, ঐতিহাসিক মোস্তাশরেকান এবং ইসলাম ও খ্রিষ্টান ধর্মের সংস্কৃতি সহ অন্যান্য বিষয়বস্তু বিবেচনা করা হয়েছে।
এই আন্তর্জাতিক সম্মেলনে রাশিয়ান খ্রিষ্টান ও মুসলিম ধর্মের বিশেষজ্ঞ মণ্ডলী এবং এই সম্মেলন পর্যবেক্ষণ কারার জন্য অন্যান্য দেশ থেকে বিশেষজ্ঞ মণ্ডলী অংশগ্রহণ করবে।
1111325
captcha