IQNA

জার্মানে, ইরানী পরামর্শ সংস্থার পক্ষ থেকে ১৬১তম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ

23:57 - October 05, 2012
সংবাদ: 2426100
সাহিত্য বিভাগ: জার্মানে, ইরানী পরামর্শ সংস্থার পক্ষ থেকে সাংস্কৃতিক এবং সামাজিক বিষয়ের আলোকে ১৬১তম সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়েছে।
ইসলামী সাংস্কৃতিক ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ডেনমার্কের ‘Askarbk’ শহরের শিল্প ও সাংস্কৃতিক সেন্টারে ইরানী গালিচা শিল্প প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান, হযরত মোহাম্মাদ (স.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে জার্মানি জনতার বিক্ষোভ এবং এদেশে আইনজীবীদের পক্ষ থেকে এই ছবি প্রচারের নিষেধাজ্ঞা জারি সহ অন্যান্য ইসলামিক বিষয় এই সাপ্তাহিক পত্রিকায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য যে, সম্প্রতি প্রকাশিত এই সাপ্তাহিক পত্রিকায় জার্মানি ভাষায় লিখিত ‘উম্মুল কিতাব’ এবং ‘Hartmvt Bbsyn’ বই দুটির সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে।
1111808
captcha