কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলনের শুরুতে এদেশের বিশিষ্ট ক্বারি কোরআন তেলাওয়াত করেন। এরপর আহলে বায়েত সঙ্গীত গোষ্ঠী হযরত মোহাম্মাদ (সা.)এর শানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।
‘লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ (সা.)’ সম্মেলনে মুসলিম ঐক্য পরিষদের প্রধান ‘আল্লামা নাসির আব্বাস জাফারি’, মুসলিম ঐক্য পরিষদের প্রতিনিধি ‘আল্লামা ছাদেক রেজা তাকাভী’ এবং ইসলামী ওলামা পরিষদের সদস্য ‘আল্লামা আঁকিল আঞ্জুম’ তাদের নিজেদের মূল্যবান বক্তৃতায় হযরত মোহাম্মাদ (সা.)এর জীবনী, বর্তমান সময়ে মুসলমানদের দায়িত্ব এবং ইসলামী শত্রুদের প্রতিরোধের আলোকে বক্তব্য পেশ করেন।
উক্ত সম্মেলন এদেশের ওলামা, ইসলামি চিন্তাবিদ এবং করাচী শহরের অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
1116018