IQNA

বুরুন্ডিয়ায় কোরবানি ঈদের নামাজ

22:21 - October 21, 2012
সংবাদ: 2435527
সামাজিক বিভাগ: বুরুন্ডিয়ার রাজধানী বুজুম্বুরায় ‘ইমাম জয়নুল আবেদীন (আ.)’ মসজিদে ‘শিয়া অ্যাসোসিয়েশনের’ পক্ষ থেকে কোরবানি ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।
আফ্রিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বুরুন্ডিয়ার সবথেকে বেশী মুসলমান বসবাস করে এদেশের রাজধানী বুজুম্বুরায়। বুজুম্বুরা শিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্থানীয় সময় ৮:৩০ ঘটিকায় এদেশের বিশিষ্ট ওলামা ‘শেখ ফাওয়াজে’র ইমামতে কোরবানি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
ঈদের ফযিলত এবং ঈদের বিশেষ আমল সম্পর্কে ‘শেখ ফাওয়াজ’ মূল্যবান খোতবা পেশ করবেন।
বুজুম্বুরা শিয়া অ্যাসোসিয়েশনের এদেশের সকল মুসলিম অধিবাসীদের এই নামাজ এবং ঈদ উৎসবে অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ করেছে।
1120916

captcha