IQNA

‘রেইন অব গাদ্বীর’ সম্মেলন বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

23:51 - October 21, 2012
সংবাদ: 2435538
সাংস্কৃতিক বিভাগ : ‘রেইন অব গাদ্বীর’ শীর্ষক ৩য় সম্মেলন বিষয়ক সংবাদ সম্মেলন আজ ২১শে অক্টোবর তেহরানে অনুষ্ঠিত হয়েছে। বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘রেইন অফ গাদ্বীর’ শীর্ষক ৩য় সম্মেলন বিষয়ক সংবাদ সম্মেলন আজ ২১শে অক্টোবর স্থানীয় সময় ১০:৩০ মিনিটে তেহরানের অনুষ্ঠিত হয়েছে।
এ সংবাদ সম্মেলনে ‘রেইন অব গাদ্বীর’ সম্মেলনের আয়োজক পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ রেজা যায়েরী এবং জনসংযোগ ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হাবিব ইল বেইগী উপস্থিত ছিলেন।
এ সম্মেলন, মুসলিম বিশ্বের মেধাবী ব্যক্তিত্বদেরকে সংবর্ধনা দান, তাদের সম্পর্কে পরিচিতি লাভ এবং তাদের বিষয়ে বিস্তারিত তথ্য লাভ, এছাড়া অমুসলিম চিন্তবিদদের কর্তৃক হযরত মুহাম্মাদ (স.) ও হযরত আমিরুল মু’মিনীন (আ.) এর প্রশংসায় প্রকাশিত কোন গ্রন্থ চিহ্নিত করার নিমিত্তে অনুষ্ঠিত হয়।
বলাবাহুল্য, এ সম্মেলনের কার্যক্রম ২০১০ সাল হতে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ রেজা যায়েরীর তত্ত্বাবধানে শুরু হয়। চলতি বছর এ সম্মেলন পাকিস্তান, ভারত, তিউনিশিয়া ও কুয়েতের গণ্যমান্য ব্যক্তিত্ব ও চিন্তাবিদদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।#1122883
captcha