IQNA

সৌদি আরবে শিশু-কিশোরী ও নারীদের বিশেষ কুরআন প্রতিযোগিতা

9:36 - June 22, 2013
সংবাদ: 2550232
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ‘রামদ্বানিয়্যাহ’ শীর্ষক নারীদের ষষ্ঠ হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা আগামী ২৪শে জুলাই (১৫ই রমজান) সৌদি আরবের শিয়া অধ্যুষিত কাতিফ প্রদেশের সিহাত শহরে শুরু হতে যাচ্ছে।
বার্তা সংস্থা মোযোনের বরাত দিয়ে ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা সিহাত শহরের ‘আনওয়ারুল কুরআন’ সংস্থার উদ্যোগে চলতি বছরের রমজান মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রতিযোগিতার নাম নিবন্ধনী আগামী ২৯শে জুন হতে শুরু হবে।
প্রতিযোগিতা বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হতে হচ্ছে; ৭-৯ বছরের মেয়েরা হেফজ বিভাগে ৩০তম পারার সূরা আত-ত্বরিক হতে সূরা আন-নাস পর্যন্ত মুখস্থ করে প্রতিদ্বন্দিতা করবে।
১০-১২ বছরের প্রতিদ্বন্দীরা হেফজ বিভাগে সূরা আর-রাহমান ও সূর-দুখান এবং ১৩ থেকে ১৫ বছরের মেয়েরা সূরা মারইয়াম হেফজ পূর্বক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
১৬ বছরের উর্ধ্বের প্রতিদ্বন্দীরা হেফজ বিভাগে সূরা কাহাফ এব কারায়াত বিভাবে সূরা ইউসুফ তেলাওয়াত করবে।
এছাড়া সিহাত শহরের বিভিন্ন দারুল কুরআন ও হেফজ খানার মেয়ে শিক্ষার্থীদের জন্য ২৬তম পারা নির্ধারণ করা হয়েছে।#1244725
captcha