IQNA

ইন্দোনেশিয়ার রাজধানীতে শক্তিশালী বোমা হামলা

22:17 - January 14, 2016
সংবাদ: 2600096
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আজ ধারাবাহিক বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ হামলা পিছনে দায়েশের হাত রয়েছে বলে সন্দেহ করেছে দেশটির সামরিক বাহিনী।
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পুলিশ ১৪ই জানুয়ারি ঘোষণা করেছে: আমরা সন্দেহ করছি এ হামলার পিছনে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের হাত রয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠী নভেম্বরে প্যারিসে যে ঘটনা ঘটিয়েছে, জাকার্তায় তারই পুনরাবৃত্তি করেছে।

ইন্দোনেশিয়ার পুলিশ আরও বলেছেন: সন্ত্রাসী গোষ্ঠী আইএস তথা দায়েশ এ ধরণের ঘটনা ঘটাবে বলে গত মাসে হুমকি দিয়েছিল।

আজ সকাল জাকার্তার প্রাণকেন্দ্রের ৭টি স্থানে ধারাবাহিক বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

সন্ত্রাসীদের এ হামলার ফলে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে। ইন্দোনেশিয়ার সরকারী সূত্র জানিয়েছে, জাতিসংঘের নিকটবর্তী স্থান সমূহে এসকল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

iqna

captcha