IQNA

হাদীস শরীফে ইমাম মাহদীর(আ.) নতুন রাষ্ট্র বলতে কি বোঝানো হয়েছে

22:59 - May 26, 2016
সংবাদ: 2600851
দেখলে মনে হবে যে তিনি নতুন কিতাব, নতুন বিচার এবং নতুন ধর্ম নিয়ে এসেছেন কিন্তু তিনি তো রাসূলের আনীত সেই সঠিক ইসলামের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবেন।

বার্তা সংস্থা ইকনা: কিছূ হাদিসে বর্নিত হয়েছে যে ইমাম মাহদী(আ.) «یأتی... بسلطان جدید»  নতুন ধর্ম ও রাষ্ট্র নিয়ে আসবেন, এর অর্থ কি?

উত্তরে বলতে হয় যে সম্পূর্ণ হাদিসটি হচ্ছে এরূপ: «... حَتَّى یُنَادِیَ مُنَادٍ مِنَ السَّمَاءِ فَإِذَا نَادَى فَالنَّفِیرَ النَّفِیرَ فَوَ اللَّهِ لَکَأَنِّی أَنْظُرُ إِلَیْهِ بَیْنَ الرُّکْنِ وَ الْمَقَامِ یُبَایِعُ النَّاسَ بِأَمْرٍ جَدِیدٍ وَ کِتَابٍ جَدِیدٍ وَ سُلْطَانٍ‏ جَدِیدٍ مِنَ السَّمَاءِ أَمَا إِنَّهُ لَا یُرَدُّ لَهُ‏...»؛

আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, যখন তোমরা তার আহ্বান শুসতে পাবে তখন তার দিকে ধাবিত হবে। তিনি নতুন ধর্ম, নতুন রাষ্ট্র এবং নতুন বিচারকার্য নিয়ে আসবেন।

এখানে নতুন ধর্ম বা রাষ্ট্র বলতে, ইমাম মাহদীর(আ.) রাষ্ট্র পরিচালনার নতুন পদ্ধতির কথা বলা হয়েছে। তিনি বর্তমানে প্রচলিত জালিম এবং অবৈধ রাষ্ট্রের থেকে ভিণ্ন ধরনের এবং ন্যায়পরায়ন রাষ্ট্র নিয়ে আসবেন।

নতুন রাষ্ট্র বলতে তার অসীম ক্ষমতার কথা বলা হয়েছে। তিনি এমন দাপট এবং শক্তির সাথে দেশ পরিচালনা করবেন যা বিশ্বে আর কখনো দেখা যায় নি।

মহানবী হযরত মুহাম্মাদের(সা.), আমিরুল মু’মিনিন হযরত আলীর(আ.) রেখে যাওয়া কোরআন ও সুন্নত অনুসারে তিনি এত সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবেন যে সবার কাছে মনে হবে যে তিনি নতুন বিচার, নতুন ধর্ম এবং নতুন রাষ্ট্র নিয়ে হাজির হয়েছেন।  

আরও বিস্তারিত জানার জন্য ইমাম মাহদী(আ.) এবং নতুন ধর্ম গ্রন্থটির স্মরণাপন্ন হতে পারেন।#

সূত্র: শাবিস্তান

ট্যাগ্সসমূহ: ইমাম ، মাহদী
captcha