IQNA

অস্ট্রেলিয়ায় বোর্ট শহরের মসজিদে সন্ত্রাসীদের হামলা

23:01 - June 29, 2016
সংবাদ: 2601086
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল (২৮ জুন) রাতে অজ্ঞাত পরিচয়েরে কয়েকজন চরমপন্থি বর্ণবাদী অস্ট্রেলিয়ায় বোর্ট শহরের টুরিনালী মসজিদে হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন: অজ্ঞাত পরিচয়েরে তিন জন চরমপন্থি বর্ণবাদী ২৮ জুন রাতে টুরিনালী মসজিদের দেয়ালে ইসলামবিরোধী পোষ্টার ইন্সটল করেছে এবং মসজিদের সামনে রাখা গাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়াও মসজিদের ভিতরে মুসল্লিগণ নামাজ আদায় করছিল। তারা সন্ত্রাসীর মসজিদের ভিতরে বোমা বিস্ফোরণের চেষ্টা করেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পূর্বে চরমপন্থি বর্ণবাদী সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সৌভাগ্যবশত, এ ঘটনার ফলে মুসল্লিদের কোন ক্ষতি হয়নি। তবে গাড়ীর আগুন নিভানোর পূর্বে আশে-পাশে থাকা অন্যান্য বেশ কয়েকটি গড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অস্ট্রেলিয়ান ইসলামী কলেজ ছাত্র 'ইয়াহিয়া আদেল ইব্রাহিম' সন্ত্রাসীদের হামলার সময় মসজিদে উপস্থিত ছিলেন। তিনি তার ফেজবুকে লিখেছে: সন্ত্রাসীদের হামলার সময় মসজিদের ভিতরে সকল মুসল্লিরা নামাজ আদায় করছিল। এ ঘটনার জন্য এখনও পর্যন্ত কোন দল বা ব্যক্তিকে দায়ী করা হয়নি।
তিনি আরও লিখেছেন: নিঃসন্দেহে, এটি একটি অপরাধমুলক কাজ এবং আমরা সকলে এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরণের কাজ যারা করেছে, তারা ব্যক্তিগত ভাবে এ কাজ করেছে। তারা কোন দলের সাথে জড়িত নয়। এ ব্যাপারে অস্ট্রেলিয়ার পুলিশ তদন্ত করছে এবং পুলিশ সকল প্রত্যক্ষদর্শীর নিকট সঠিক তথ্য ব্যক্ত করার জন্য আহ্বান জানিয়েছে।
Iqna


captcha