IQNA

কাশ্মীরে অনুষ্ঠিত হল 'নুযূলে কুরআন" শীর্ষক সেমিনার

23:17 - June 29, 2016
সংবাদ: 2601088
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে কাশ্মীরে প্রশিক্ষণমূলক সেমিনার "নুযূলে কুরআন" অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ভারতের কাশ্মীর প্রদেশে শিক্ষার্থীদেরকে পবিত্র কুরআনের প্রতি আকৃষ্ট করার জন্য উক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কাশ্মীরের ইসলামী জমিয়তে তালাবার পক্ষ থেকে "শাহ রাসুলুল্লাহ" মাদ্রাসাই শিক্ষার্থীদের জ্ঞান বিকাশ এবং তাদের নেতৃত্ব প্রদানের ক্ষমতা ও ইসলামি বিশ্বের সমস্যা সমাধানের জ্ঞান প্রদানের উদ্দেশ্যে 'নুযূলে কুরআন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারের পাশাপাশি কাশ্মীরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতিতে 'কুরআন বোঝার ক্ষমতা'র আলোকে বক্তৃতামূলক প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এছাড়াও শিক্ষার্থীরা "কুরআন বোঝার ক্ষমতা"র আলোকে নিজেদের লিখিত প্রবন্ধ সমূহ উপস্থাপন করেছেন। উপস্থিত বক্তাগণ যুব সমাজ, পবিত্র কুরআন ও কুরআনের পরিচিতির আলোকে বক্তৃতা পেশ করেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য কাশ্মীরে ইসলামী জমিয়তে তালাবা সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে।

iqna



ট্যাগ্সসমূহ: কাশ্মীরে ، কুরআন ، ইকনা
captcha