IQNA

ইরাকে এবার মাজারের সন্ত্রাসীদের হামলা

16:13 - July 08, 2016
সংবাদ: 2601154
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশের বালাদ শহরে সাঈদ মোহাম্মাদ বিন আলী-আল হাদি (আ.)এর মাযারের কাছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সদস্যরা আত্মঘাতী হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলার ফলে অন্তত ৩৫ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বাগদাদের ৭০ কিলোমিটার অদূরে বালাদ শহরে গতকাল সন্ধ্যায় ইমাম হাদি (আ.)এর সন্তান মোহাম্মাদ (আ.)এর মাজারের বাইরের গেইটে দুই সন্ত্রাসী আত্মঘাতী হামলা চালায়।

স্থানীয় সংস্থা জানিয়েছে, তৃতীয় ঘাতক মাযারের ভিতরে আত্মঘাতী হামলা চালিয়েছে। তৃতীয় আত্মঘাতী হামলার পর কয়েক সন্ত্রাসী মাজার জিয়ারতকারীদের ওপর গুলি বর্ষণ করে।

ঘাতকদের মধ্যে একজন ঈদুল ফিতর উদযাপনে ব্যস্ত লোকজনের ভিড়ের ভেতরে আলাদা বিস্ফোরণ ঘটায়।

ইরাকের যুগ্ম অপারেশন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে দুই আত্মঘাতী হামলাকারী নিহত হয় এবং নিরাপত্তা বাহিনী এই হামলাকারীকে গ্রেফতার করে তার কাছে থাকা বোমা নিষ্ক্রিয় করেছে।

হামলার সময় সন্ত্রাসীরা মাযারকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি মর্টারের গোলা বর্ষণ করে। নিরাপত্তা বাহিনী মর্টার নিক্ষেপের স্থান খুঁজে বের করতে ঐ এলাকার সকল বাড়ি তল্লাশি করছে।

এ ঘটনার পর সামার্রা ও বাদাল শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত কারফিউ জারি করেছে।

বালাদ শহরের পিপলস ভলান্টিয়ার্স কমান্ডার ঘোষণা করেছেন: বর্তমানে বালাদ শহর স্বেচ্ছাসেবক কর্তৃক পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ইরাকে বিশেষকরে দেশটির রাজধানী ও তার আশেপাশের এলাকায় বিগত এক সপ্তাহে সন্ত্রাসীরা বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

iqna



ট্যাগ্সসমূহ: ইরাক ، দায়েশ ، আইএসআইএল ، ইকনা ، ইমাম
captcha