নাম প্রকাশে অনিচ্ছুক এক মাধ্যম জানিয়েছে, আত্মঘাতী হামলার সাথে সাথে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলের আশেপাশের সকল রাস্তা অবরুদ্ধ করে রাখে।
বোমা হামলার ফলে নিহত বা আহদের সঠিক সংখ্যা ঘোষণা করা হয়নি।
এদিকে ইরাকের ফেডারেল পুলিশ কমান্ড ঘোষণা করেছেন, আল-আনবার প্রদেশের রামাদি শহরের ২৩ কিলোমিটার পর্যন্ত সন্ত্রাস নিধন করা হয়েছে। সন্ত্রাস নিধনের এই অপারেশনে কমপক্ষে দায়েশের ১৫৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিক অন্য এক উৎস জানিয়েছে, কিরকুকে ১৪ বছরের এক বালককে আত্মঘাতী হামলা চালানোর সময় গ্রেফতার করা হয়েছে। এই বালকটি কিরকুক প্রদেশের কেন্দ্রে বেসামরিক এলাকায় হামলা করতে চেয়েছিল। কিরকুক প্রদেশের 'তাসয়িন' এলাকা থেকে রবিবার সন্ধ্যায় এই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘাতকের শরীর থেকে অতি সাবধানতা অবলম্বন করে বিস্ফোরক বেল্ট নিষ্ক্রিয় করে।
বাগদাদের ২৫০ কিলোমিটার উত্তর অবস্থিত কিরকুক শহর। এরপূর্বেও সন্ত্রাসীরা এই শহরে সাধারণ জনগণ এবং নিরাপত্তা কর্মীদের লক্ষ করে প্রাণঘাতী হামলা চালিয়েছে।