IQNA

তুরস্কে ৫০০ বছরের প্রাচীন কাঠের মসজিদ + ছবি

15:56 - September 17, 2016
সংবাদ: 2601586
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পর্যটন শহর "উর্দু"য় ৫০০ বছরের প্রাচীন কাঠের মসজিদসমূহ পরিদর্শনের জন্য পর্যটকগণ ভিড় জমাচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, কাঠের নির্মিত এসকল মসজিদ নির্মাণের জন্য কোন প্রকার পেরেক অথবা সংযোগকারী সরঞ্জাম ব্যবহার করা হয়নি।
তুরস্কে ৫০০ বছরের প্রাচীন কাঠের মসজিদ + ছবি
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের পর্যটন শহর "উর্দু" দেশটির উত্তরাঞ্চলে কৃষ্ণ সাগরে পাশে অবস্থিত। কাঠের তৈরি অনেক মসজিদই ঐ শহরে রয়েছে। এসকল মসজিদ নির্মাণের জন্য কোন প্রকার পেরেক অথবা সংযোগকারী সরঞ্জাম ব্যবহার করা হয়নি।

৫০০ বছরের প্রাচীন এসকল কাঠের মসজিদ সেলজুক এবং অটোমান রাজত্বকালে নির্মাণ করা হয়েছে। প্রাচীন এসকল মসজিদের মধ্যে এখনো কয়েকটি মসজিদে জামায়াত সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়।

তৎকালীন সেলজুক এবং অটোমান শাসক এশিয়ার তুর্কিদের নিকট থেকে বিশেষ প্রযুক্তি নিয়ে এসকল কাঠের মসজিদ নির্মাণ করেছে।

তুরস্কের পর্যটন শহর "উর্দু"য় এধরণের মসজিদের সংখ্যা প্রায় ৭০টি। মসজিদসমূহ অটোমান স্থাপত্যশৈলীতে সজ্জিত করা হয়েছে। দীর্ঘ দিন অতিবাহিত এবং পরিবেশগত সমস্যা ও আবহাওয়ার কারণে এসকল মসজিদ পুনর্নির্মাণ করার প্রয়োজন দেখা দিয়েছে।

iqna


ট্যাগ্সসমূহ: ইকনা ، তুরস্ক ، মসজিদ ، কাঠের ، পর্যটক
captcha