বার্তা সংস্থা ইকনা: ইরাকের কারবালায় ৬১ হিজরির ১০ মুহররমে হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র এবং মুসলমানদের তৃতীয় ইমাম হযরত হুসাইন (আ)'র মর্মবিদারী শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল (১৬ অক্টোবর) বাগদাদের জাদরিয় এলাকায় আহলে বাইত (আ.)এর ভক্তগণ শোকানুষ্ঠান পালন করছিল। উক্ত শোকানুষ্ঠানে এক ব্যক্তি সেখানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এই হামলায় ৬ ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়েছে।
গত ১৫ই অক্টোবর ইমাম হুসাইন (আ)'র পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগদাদের আল-শাব এলাকায় লোকজন যখন একটি তাঁবুতে আশুরা পরবর্তী শোকানুষ্ঠানে অংশ নিচ্ছিলেন তখন এক ব্যক্তি সেখানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এই হামলায় ৩৫ ব্যক্তি নিহত হয়েছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ১৫ ও ১৬ অক্টোবর আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ২০১৩ সালে দিকে ইরাকের উত্তর এবং পশ্চিমাঞ্চলের কিছু এলাকা দখল করে সেখানে নিজেদের কর্তৃত্ব চালয়। তবে ইরাকের নিরাপত্তা বাহিনী এবং জানগণ কর্তৃক নির্মিত স্বেচ্ছাসেবী দলের হামলার করণে অনেক অঞ্চলই দায়েশের হাতছাড়া হয়। বিশেষ করে ইরাকের বাইজি, তিকরিত, রামাদি এবং ফাল্লুজা শহর থেকে দয়েশকে বিতাড়িত করা হয়।
সামরিক বিশেষজ্ঞগণ মত প্রকাশ করেছেন, এই সন্ত্রাসী গ্রুপ তাদের ব্যর্থতার ক্ষতিপূরণের জন্য এধরণের জঘন্য আত্মঘাতী হামলা চালাচ্ছে।
iqna