IQNA

নাইজেরিয়ায় কুরআন শিক্ষার বিস্তার

23:04 - January 04, 2017
সংবাদ: 2602295
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার ডেল্টা রাজ্যের গভর্নর সেদেশের অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এক বক্তৃতায় কুরআন শিক্ষা বিস্তারের প্রতি গুরুত্বারোপ করেন।
নাইজেরিয়ায় কুরআন শিক্ষার বিস্তার
বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার ডেল্টা রাজ্যের গভর্নর অ্যামিনো তাম্বুয়াল ২য় জানুয়ারি উক্ত রাজ্যে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বার্ষিকী এই প্রতিযোগিতার মাধ্যমে নাইজেরিয়ার জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রতিনিধিকে নির্বাচন করা হয়ে থাকে।
সমাপনী অনুষ্ঠানে তাম্বুয়াল উক্ত প্রদেশে কুরআন প্রশিক্ষণ সিস্টেমের উন্নতি এবং সম্প্রসারণের ব্যাপারে বক্তৃতা পেশ করেন।
তিনি বলেন: নারীদের জন্য ১৫টি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উন্নতি করা হবে।
ডেল্টা রাজ্যের গভর্নর আরও বলেন: ধর্মীয়, কুরআন ও হেফজ শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হবে।
তিনি বলেন: এই রাজ্যে ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদ নির্মাণ ও পুনর্নির্মাণ এবং সম্প্রসারণের কার অব্যাহত থাকবে।
iqna


captcha