বার্তা সংস্থা ইকনা: মেডেলিন অলব্রাইট টুইটারে তার ব্যক্তিগত পেজে লিখেছেন, মুসলিম অভিবাসী ও উদ্বাস্তদের প্রতি সংহতি প্রদর্শনের জন্য মুসলমান হিসেবে নিবন্ধন করাতে প্রস্তুত রয়েছেন।
ট্রাম্প প্রশাসন মুসলমানদেরকে আলাদাভাবে নিবন্ধন করাবে বলে যে কথা শোনা যাচ্ছে, তার প্রতিবাদ জানিয়েছেন আমেরিকার প্রথম এই মহিলা পররাষ্ট্রমন্ত্রী। মুসলিম অভিবাসী ও উদ্বাস্তদের নিষেধাজ্ঞার আইনের বিরোদ্ধে মেডেলিন আলব্রাইট এই সিদ্ধান্ত নিয়েছন।
তিনি টুইট বার্তায় বলেছেন, "আমি মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে মুসলিম হিসেবে নিজের নাম নিবন্ধন করাতে প্রস্তুত।" এ পর্যন্ত আমেরিকার প্রায় ৩০ হাজার মানুষ মুসলমানদের আলাদা নিবন্ধনের পরিকল্পনার প্রতিবাদে নিজেদেরকে মুসলমান হিসেবে নিবন্ধন করানোর জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।
নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প মুসলিম নিবন্ধন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছিল। একইসঙ্গে ট্রাম্প আমেরিকায় মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেছে।
এদিকে সাতটি মুসলিম দেশের নাগরিকদের ভিসা না দেয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর তার মনোনীত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিবন্ধনের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি নাকচ না করে দিয়ে বলেন, এ জন্য তার আরো সময় ও তথ্যের প্রয়োজন।