বার্তা সংস্থা ইকনা: আমেরিকার সাবেক প্রেসিডেন্টের বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের একমাত্র সন্তান "চেলসিয়া ক্লিনটন" গতকাল বিক্ষোভে অংশগ্রহণ করে ট্রাম্পের ইসলাম বিরোধী নীতির বিরোধিতা করেছে।
গতকালের বিক্ষোভে সর্ব প্রথম দুই বছরের এক মেয়ে প্রতিবাদ করে। এ সম্পর্কে চেলসিয়া ক্লিনটন টুইটারে তার ব্যক্তিগত পেজে লিখেছেন, "যারা এই বিক্ষোভের আয়োজন করেছে তাদের সকলতে ধন্যবাদ জানায়।"
ট্রাম্প আমেরিকায় ৭টি দেশের নাগরিকদের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করেছিল; কিন্তু আদালত তার এই হুকুম প্রত্যাখ্যান করেছে। বর্তমানে ট্রাম্প এই সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে আরও কঠোর আইন পাশ করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য নিউ ইয়র্কের জনগণ এই বিক্ষোভ প্রদর্শন করেছে।
এছাড়াও গত শনিবার "লস অ্যাঞ্জেলেস" শহরে ট্রাম্পের অভিবাসী বিরোধী নীতির বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে।