IQNA

তুরস্কে সীমিত হচ্ছে আযানের

19:25 - February 20, 2017
সংবাদ: 2602577
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দিয়ানাত সংগঠন এক বিবৃতিতে আযান সীমিত করা হবে বলে জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আযান প্রচারের ক্ষেত্রে তুরস্কের দিয়ানাত সংগঠন এক নির্দেশাবলী জারে করেছে। এত বলা হয়েছে প্রত্যেক মসজিদের স্পিকারে ৮০ ডেসিবলের অধিক প্রয়োগ করে যেন আযান প্রচার করা না হয়।
আযান সীমিতের কারণ সম্পর্কে এই সংগঠন বলেছে, বিভিন্ন মসজিদে রীতির বিরুদ্ধে আযান প্রচার, মাইক্রোফোন ও স্পিকার যথাযথ ব্যবহার না করার ফলে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার কারণে আযান সীমিত করা হয়েছে।
বলাবাহুল্য, গত সপ্তাহে তুরস্কের এরজ়ুরুম শহরে অনুষ্ঠিত শীতকালীন যুব অলিম্পিক গেমসে অংশগ্রহণকারীদের মাঝে কুরআন বিতরণের ক্ষেত্রে সেদেশের পুলিশ বাধা প্রয়োগ করেছে।
iqna



ট্যাগ্সসমূহ: তুরস্ক ، আযান ، ইকনা ، পুলিশ ، মসজিদ
captcha