বার্তা সংস্থা ইকনা: ইসলামি বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনী (রহ.)-এর হুসাইনিয়াতে অনুষ্ঠিত শোকানুষ্ঠানে অংশ নেন সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী। এই শোকানুষ্ঠানে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
হযরত ফাতেমা যাহরা (সা. আ.)র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরানে বৃহস্পতিবার ছিল সরকারি ছুটির দিন। ওইদিন পার্কসহ বিভিন্ন খোলা ময়দানে জামায়াতে নামাজ অনুষ্ঠিত হয় এবং হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর জীবনীর ওপর আলোচনা করেন আয়াতুল্লাহ আহমেদ খাতামী। এছাড়াও মর্সিয়া পাঠ করেন সাইয়্যেদ হায়দারিয়ান।
হিজরি-পূর্ব আট সনের বিশে জমাদিউসসানি জন্ম নিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী এবং মহান আল্লাহ ও তাঁর অতি-ঘনিষ্ঠ শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব নবী-নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা.আ.)।
iqna