
বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদী(আ.) বলেছেন, «قَدْ آذانا جُهَلاءُ الشّیعَةِ وَحُمَقاؤُهُمْ؛ শিয়াদের মধ্যে যারা অজ্ঞ তারা আমাদেরকে কষ্ট দেয়। পবিত্র কোরআনও বলছে, « وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ؛ কেবলমাত্র তারাই চিন্তাভাবনা করে যারা জ্ঞানী।
ইমাম মাহদী(আ.) বলেছেন, আমার অন্তর্ধানের সময়ে তোমরা জ্ঞানী আলেমদের শরণাপন্ন হবে। আর তারাই হচ্ছে তোমাদের জন্য আমার হুজ্জাত বা দলিল।
সুতরাং ইমাম মাহদীর প্রকৃত অনুসারী হতে গেলে অবশ্যই বিচক্ষণ, জ্ঞানী ও বুদ্ধিমান হতে হবে। আর যদি এমনটি না হওয়া যায় তাহলে ইমামকে কষ্ট দেয়া হবে।
ইমামগণ সর্বদা বলতেন তোমরা কেন জ্ঞানকে লেখার মধ্যে আবদ্ধ কর না। যদি তা না কর তাহলে তোমরা কিছু শিখতে পারবে না এবং তা সংরক্ষণও করতে পারবে না। ইমাম মাহদীর অনুসারীরা জ্ঞানী ও বিচক্ষণ হবেন আর এ জন্যই ইমাম মাহদীর আবির্ভাবের পর বিজ্ঞানের বাকি ২৫ ভাগ প্রকাশ পাবে। সূত্র: shabestan