IQNA

আবির্ভাবের সময়ে ইমাম মাহদীর(আ.) বাহ্যিক আকৃতি

23:37 - March 19, 2017
সংবাদ: 2602740
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হাসান (আ.) বলেছেন: الحسن بن علی علیهما السلام: «... یطیل الله عمره فی غیبته، ثم یظهره بقدرته فی صورة شابّ دون أربعین سنه.» মহান আল্লাহ ইমাম মাহদীর অন্তর্ধানকে দীর্ঘ করবেন এভাবে তার বয়স অধিক হবে, কিন্তু তিনি যখন তার অসীম কুদরতে তার আবির্ভাব ঘটাবেন তখন তার বয়স ৪০ বছরের মানুষের থেকেও কম মনে হবে।
 
বার্তা সংস্থা ইকনা: রাসূল (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইত (আ.)-এর বাণীতে ইমাম মাহদী (আ.)-এর আকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে যা বর্ণিত হয়েছে তার কিছু এখানে তুলে ধরছি:

তাঁর চেহারা যুবক এবং গৌরবর্ণেও, কপাল প্রশস্ত ও উজ্জ্বল, ভ্রু চাঁদের মত, চোখের রং কালো ও টানা টানা, টানা নাক ও সুন্দর, দাঁতগুলো চকচকে৷ ইমামের ডান চোয়ালে একটি কালো তিল আছে এবং কাধের মাঝে নবীগণের মত চিহ্ন আছে৷ তাঁর গঠন সুঠাম ও আকর্ষণীয়৷

পবিত্র ইমামদের পক্ষ থেকে তাঁর সম্পর্কে যে সকল বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে তার কিছু এখানে তুলে ধরা হল:

ইমাম মাহদী (আ.) তাহাজ্জুদের নামাজ পড়েন, সংযমী এবং সাধারণ, ধৈর্যশীল এবং দয়ালু, সৎকর্মশীল ও ন্যায়পরায়ন৷ তিনি সকল জ্ঞান-বিজ্ঞানের ধনভান্ডার৷ তাঁর সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে পবিত্রতা এবং বরকতের ঝর্ণাধারা৷

তিনি জিহাদি ও সংগ্রামী, বিশ্বজনীন নেতা, মহান বিপ্লবী এবং তিনি প্রতিশ্রুত শেষ সংস্কারক ও মুক্তিদাতা৷ সেই জ্যোতির্ময় অস্তিত্ব রাসূলের বংশধর, হযরত ফাতিমাতুয্ যাহরার সন্তান এবং সাইয়্যেদুশ্ শুহাদা হযরত ইমাম হুসাইন (আ.)-এর নবম বংশধর৷

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: ইমাম মাহদী(আ.) যখন আবির্ভূত হবেন তখন তার মাথায় কোন পাকা চুল থাকবে না এবং বয়স দেখেও মনে হবে যে তিনি চল্লিশের কম। সূত্র: shabestan
captcha