IQNA

গিনেস বুকে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় পৃথিবীর দীর্ঘতম হস্তলিখিত পাণ্ডুলিপি (ছবি)

0:21 - May 06, 2017
সংবাদ: 2603029
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের খোশনবিশিক 'সাদ মুহাম্মাদ' তিন বছর পূর্বে পবিত্র কুরআন শরিফের দীর্ঘতম পাণ্ডুলিপি লেখা শুরু করেন। কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটি গিনেস বুকে অন্তর্ভুক্ত করার আশায় তিনি তিন বছর পূর্বে এর লেখার কাজ শুরু করেন।
গিনেস বুকে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় পৃথিবীর দীর্ঘতম হস্তলিখিত পাণ্ডুলিপি
বার্তা সংস্থা ইকনা: সাদ মুহাম্মাদ শৈশবকালে স্কুল ত্যাগ করে ক্যালিগ্রাফির দিকে মনযোগী হন। মিশরেরে আল-গারবিয়ার প্রদেশের বালকিনা শহরে নিজ বাড়ীর দেয়াল এবং ছাদে ইসলামী ডিজাইন অলঙ্কৃত করেছেন। বর্তমানে তিনি ৭০০ মিটার দীর্ঘ কাগজের উপর কুরআন লিখছেন।

কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটি সাদ মুহাম্মাদ একটি কাঠের বাক্সের মধ্যে রেখেছেন। এই বাক্সটি স্থানান্তর যোগ্য।

রয়টার্সকে দেয়া এক প্রতিবেদনে সাদ মুহাম্মাদ বলেন: পবিত্র কুরআনের পাণ্ডুলিপি ৭০০ মিটার দীর্ঘ। পাণ্ডুলিপিটি লেখার সকল ব্যয় আমি নিজেই বহন করেছি। তিন বছর দীর্ঘ পরিশ্রমের পর লেখার কাজ শেষ করেছি।

iqna

গিনেস বুকে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় পৃথিবীর দীর্ঘতম হস্তলিখিত পাণ্ডুলিপি গিনেস বুকে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় পৃথিবীর দীর্ঘতম হস্তলিখিত পাণ্ডুলিপি গিনেস বুকে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় পৃথিবীর দীর্ঘতম হস্তলিখিত পাণ্ডুলিপি গিনেস বুকে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় পৃথিবীর দীর্ঘতম হস্তলিখিত পাণ্ডুলিপি গিনেস বুকে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় পৃথিবীর দীর্ঘতম হস্তলিখিত পাণ্ডুলিপি গিনেস বুকে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় পৃথিবীর দীর্ঘতম হস্তলিখিত পাণ্ডুলিপি

captcha