কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটি সাদ মুহাম্মাদ একটি কাঠের বাক্সের মধ্যে রেখেছেন। এই বাক্সটি স্থানান্তর যোগ্য।
রয়টার্সকে দেয়া এক প্রতিবেদনে সাদ মুহাম্মাদ বলেন: পবিত্র কুরআনের পাণ্ডুলিপি ৭০০ মিটার দীর্ঘ। পাণ্ডুলিপিটি লেখার সকল ব্যয় আমি নিজেই বহন করেছি। তিন বছর দীর্ঘ পরিশ্রমের পর লেখার কাজ শেষ করেছি।