IQNA

ইমাম মাহদী(আ.) কতজন সাথী নিয়ে কিয়াম করবেন?

23:27 - May 29, 2017
সংবাদ: 2603169
ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন, ইমাম মাহদী শক্তিশালী সেনাবাহিনী নিয়ে অবতীর্ণ হবেন এবং তার এই শক্তিধর বাহিনীর সৈন্য সংখ্যা কমপক্ষে ১০ হাজার।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আবু বাসির বলেন, কুফার অধিবাসী জনৈক ব্যক্তি ইমাম সাদিকের কাছে প্রশ্ন করল, ইমাম মাহদী কতজন সাথী নিয়ে সংগ্রাম করবেন: আমরা জানি তিনি বদরের যুদ্ধের সমান অর্থা ৩১৩জন সাথী নিয়ে কিয়াম করবেন। ইমাম বললেন: ইমাম মাহদী(আ.) একটি শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আবির্ভূত হবেন এবং তার এই শক্তিশালী সেনাবাহিনীর সেনাদের সংখ্যা ১০ হাজারের কম হবে না।

عن ابی بصیر: سأل رجل من أهل الکوفه أباعبدالله علیه السلام: کم یخرج مع القائم فإنهم یقولون: إنه یخرج معه عدّة أهل بدر- ثلاث مأئة و ثلاثة عشر رجلاً-؟ قال:« ومایخرج إلا فی أولی قوّة و مایکون أولو القوة أقلّ من عشرة آلاف».

সূত্র: কামালুদ্দিন, ২য় খণ্ড, পৃ: ৬৫৪; তাফসীরে আইয়াশি ১ম খণ্ড, পৃ: ১৩৪।

ইমাম মাহদীর(আ.) সৈনিক হওয়া সম্ভব এবং তার জন্য আপ্রাণ চেষ্টার প্রোয়জন রয়েছে। ইমাম মাহদীর(আ.) অন্তর্ধানের সময়ে মানুষ ইসলামী সকল দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধমে ইমাম মাহদীর(আ.) সৈনিক হতে পারে।

ইমাম মাহদীর(আ.) প্রধান এবং সব থেকে নিকটতম সেনা হচ্ছেন ৩১৩ জন। এরা হচ্ছেন ইমামের(আ.) প্রথম সারির সৈন্য।

দ্বিতীয় স্তরের সৈন্যদের সংখ্যা হচ্ছেন ১০০০০। তারা ইমাম মাহদীর(আ.) বিশেষ সৈন্যদের নির্দেশে চলবেন এবং তারা আধ্যাত্মিক দিক থেকে অতি উচ্চ পর্যায়ের হবে।

আর ইমাম মাহদীর(আ.) তৃতীয় স্তরের সৈনরা হবেন বাকি সকল অনুসারীরা। যারা সর্বদা ইমামকে সাহায্য করা জণ্য প্রস্তুত থাকবেন। এবং যখনই প্রোয়জন হবে তখনই তারা ইমামকে সাহায্য করার জন্য ঝাপিয়ে পড়বেন। সূত্র: শাবিস্তান

ট্যাগ্সসমূহ: ইমাম ، মাহদী ، ইকনা ، কুফা ، সাদিক ، সেনা
captcha