IQNA

ধর্ম ত্যাগ কর, নাহলে কঠিন শাস্তি

23:14 - July 20, 2017
সংবাদ: 2603472
আন্তর্জাতিক ডেস্ক : ধর্ম ত্যাগ কর। না হয় শাস্তির মুখোমুখি হও। পার্টিতে থেকে কোনও ধর্ম মানা যাবেনা। কড়া নির্দেশ চিনা কমিউনিস্ট পার্টির। তাদের ঘোষণা দলে থাকতে হলে ত্যাগ করতে হবে নিজেদের ধর্ম। হয়ে উঠতে হবে মার্কসবাদী নাস্তিক। পার্টির নয় কোটি সদস্যকে এই কড়া বার্তা পাঠিয়েছে কমিউনিস্ট পার্টি।
ধর্ম ত্যাগ কর, নাহলে কঠিন শাস্তি
বার্তা সংস্থা ইকনা: দলের একতা ও অনুশাসন বজায় রাখার জন্যই এই নিদান বলে পার্টির তরফে খবর। এই বার্তা যদি না মানা হয়, তবে সদস্যদের কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানানো হয়েছে। তবে চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানাচ্ছে, চীনের কমিউনিস্ট পার্টি নাস্তিক হওয়ার নিদান দিলেও, চীনের সংবিধান কিন্তু ধর্মীয় বিশ্বাস মেনে চলার স্বাধীনতা দেয়।

দলের ম্যাগাজিনে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের ডিরেক্টর ওয়াং জুয়ান জানান, দলীয় কর্মীদের কোনও ধর্মীয় বিশ্বাস রাখা উচিৎ নয়। মার্কসবাদী নাস্তিক হওয়া উচিৎ। এই নিয়ম দলের প্রত্যেকের জন্য। ওয়াং-এর আরও বক্তব্য, কোনও সংস্কৃতি বা অর্থনীতির দোহাই দিয়ে ধর্মীয় কাজে যুক্ত থাকা যাবে না দলের কর্মীদের। দলের সব নিয়ম কঠোর ভাবে পালন করতে হবে। ওয়াং জানিয়েছেন যে, চীনে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটাতে বিদেশি শক্তি ধর্মকে ব্যবহার করছে। এর ফলে চিনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

চলতি বছরের অক্টোবর মাসে হতে চলা উনিশতম কংগ্রেসে এই বার্তা পার্টির সব সদস্যর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই পার্টি কংগ্রেসে সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট জি জিংপিন। চীনে প্রায় ২ কোটি মানুষ মুসলিম ধর্মাবলম্বী। রয়েছেন বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মাবলম্বী মানুষও। সেই বিষয় মাথায় রেখেই পার্টির ভিতরে ধর্মের কোনও গোঁড়ামি চাইছেন না পার্টির উচ্চ পদস্থ নেতারা। এমটিনিউজ
ট্যাগ্সসমূহ: ধর্ম ، ইকনা ، চিন ، বিদেশি ، মুসলিম ، মানুষ
captcha