IQNA

কাবুলে ইরাকি দূতাবাসে আত্মঘাতী হামলা: দায়েশের দায় স্বীকার

17:22 - July 31, 2017
সংবাদ: 2603545
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকি দূতাবাসের কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। কাবুলের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকের দূতাবাস ও একটি পুলিশ স্থাপনা হামলার শিকার হয়।

কাবুলে ইরাকি দূতাবাসে আত্মঘাতী হামলা: দায়েশের দায় স্বীকার
বার্তা সংস্থা ইকনা: বার্তা সংস্থা ইকনা: পুলিশের এক মুখপাত্র জানান, বিস্ফোরণের পর সেখানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। ঘটনার ভয়াবহতা আঁচ করে দ্রুত সেখান থেকে বেসামরিক লোকজন সরিয়ে নেয়া হয়েছে।  
স্থানীয় অধিবাসী ও বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পর পর চার দফা বিস্ফোরণ ঘটেছে এবং তারপর গুলি ও গ্রেনেডের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায় নি। অবশ্য, ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিস্ফোরণে তাদের একজন রিপোর্টার আহত হয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

গত কয়েক মাস ধরে ইরাকে দায়েশ ব্যাপক পরাজয়ের শিকার হয়েছে। দেশটির সামরিক বাহিনী সম্প্রতি দায়েশের নিয়ন্ত্রণ থেকে মসুল শহর উদ্ধার করতে সক্ষম হয়। আফগানিস্তানে কিছুদিন ধরে উগ্র এ গোষ্ঠীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
iqna

captcha