
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর নামে বহু যিয়ারাত রয়েছে এবং তা বিভিন্ন সময়ে ও উপলক্ষে পাঠ করা হয় যেমন: ইমাম মাহদীর জুম্মার দিনের যিয়ারাত, বিভিন্ন বিপদের সময় ইমাম মাহদীর যিয়ারাত এবং ইমামগণের মাজারে ইমাম মাহদীর যিয়ারাত।
এই সকল যিয়ারাাতের মধ্যে একটি যিয়ারাত রয়েছে যার নাম হচ্ছে ইমাম রেজার(আ.) মাজারে ইমাম মাহদীর যিয়ারাত। আর এই যিয়ারাতটি নিম্নরূপ:
«ألسَّلامُ عََلَیکَ یا صاحِبَ الزَّمان ِ، اَلسَّلامُ عَلَیکَ یا خَلیفَةَ الرَّحمانِ، اَلسَّلامُ عَلَیکَ یا شَریکَ القُرآن ِ، اَلسَّلامُ عَلَیکَ یا قاطِعَ البُرهان ِ. اَلسَّلامُ عَلَیکَ یا إمامَ الإنس ِوَالجانِّ، اَلسَّلامُ عَلیَکَ وَعَلی آبائِکَ الطَّیِّبینَ وَ أجدادِکَ الطاّهِرینَ المَعصومینَ وَ رَحمَةُ اللهِ وَ بَرَکاتُهُ.
হে সাহেবাজ জামান! আপনার প্রতি সালাম, হে আল্লাহর প্রতিনিধি! আপনার প্রতি সালাম। হে কোরআনের শরিক! আপনার প্রতি সালাম, হে আল্লাহর হুজ্জাত ও দলিল! আপনার প্রতি সালাম। হে জিন ও ইনসানের ইমাম! আপনার প্রতি সালাম। আপনার ও আপনার পবিত্র বংশের প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।