IQNA

চরমপন্থি বৌদ্ধদের বাধার মুখে হজ যাত্রীগণ

22:09 - August 11, 2017
সংবাদ: 2603617
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের চরমপন্থি বৌদ্ধরা সেদেশে বসবাসরত ২১ জন রোহিঙ্গা মুসলমানকে হজে যাওয়ার অনুমতি দেয়নি।
চরমপন্থি বৌদ্ধদের বাধার মুখে হজ যাত্রীগণ

বার্তা সংস্থা ইকনা: হজে যাওয়ার জন্য ২১ জন রোহিঙ্গা মুসলমান মিয়ানমারের ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন গ্রহণ করেছেন। অনুমোদন পত্র নিয়ে তারা সেদেশের আকিয়াবে শহরের দিকে ধাবিত হচ্ছিলেন। হটাৎ করে চরমপন্থি বৌদ্ধদের একটি দল তাদের গাড়ি ঘিরে ফেলে এবং হজ করার জন্য সৌদি আরবে যেতে বাধা প্রয়োগ করে।

আরাকান রাজ্যের সাংবাদিক এ ব্যাপারে বলেছে: এসময় নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদন পত্রের প্রতি কোন প্রকার দৃষ্টিপাত না করেই তাদেরকে নিজ শহরে ফেরত যেতে নির্দেশ দেয়।

iqna


captcha