IQNA

সৌদি সরকারের বাধার মুখে ৪ লাখ হাজি

22:30 - August 30, 2017
সংবাদ: 2603719
আন্তর্জাতিক ডেস্ক: হজ পালনের জন্য অবৈধ ভাবে ৪ লাখ হাজি সৌদি আরবে প্রবেশ করতে চাইলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বাধা প্রয়োগ করে।
সৌদি সরকারের বাধার মুখে ৪ লাখ হাজি

বার্তা সংস্থা ইকনা: সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী 'হজ্জ নিরাপত্তা পরিকল্পনা' নামক প্রেস কনফারেন্সে ঘোষণা দিয়েছে, আশাকরা যাচ্ছে এ বছরে ২ কোটির অধিক হাজি মক্কায় প্রবেশ করবে।

সৌদি মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর তারাকী জানিয়েছেন, চলতি বছর হজ পালনের জন্য অবৈধ ভাবে ৪ লাখ হাজি সৌদি আরবে প্রবেশ করতে চেয়েছিল। তাদের বৈধ কাগজ-পত্র না থাকার জন্য তাদেরকে সৌদি আরবে প্রবেশ করতে দেয়া হয়নি।

তিনি আরও বলেন: যারা অবৈধ ভাবে সৌদি আরবে প্রবেশ করেছে তাদেরকে নগদ অর্থ জরিমানা এবং কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

iqna


ট্যাগ্সসমূহ: হজ ، সৌদি ، নিরাপত্তা ، সরকার ، ইকনা
captcha