
বার্তা সংস্থা ইকনা: ইরাকি নিরাপত্তা বাহিনী এবং ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, এদের মধ্যে বেশিরভাগই রাশিয়া, তুরস্ক এবং মধ্য এশিয়ার তবে, ইউরোপীয় দেশেরও কয়েকজন রয়েছে।
অনেক নারীই তাদের আসল পরিচয়পত্র নষ্ট করে ফেলায় ইরাকি কর্মকর্তারা এখন তাদের সত্যিকার পরিচয় খুঁজে বেরার জন্য তৎপরতা চালাচ্ছেন। তাদেরকে বিশেষ শিবিরে রাখা হয়েছে এবং শিবির থেকে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। ইরাকে বর্তমানে দায়েশের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এ সব নারী-শিশু।
গত মাসের ৩১ তারিখে উত্তরাঞ্চলীয় নগরী তাল আফার পুরোপুরি দায়েশ মুক্ত হয়েছে বলে ঘোষণা করেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। আর এর মধ্যদিয়ে গোটা নেইনাভা প্রদেশ দায়েশ মুক্ত হয়েছে। পার্সটুডে