IQNA

ইমাম হুসাইন(আ.) ইসলাম ও মুসলমানদেরকে মুক্তি দিয়েছেন

22:06 - October 29, 2017
সংবাদ: 2604194
হযরত ইমাম হোসাইন (আ.) ছিলেন সম্মান, দয়া, বীরত্ব, শাহাদত, মুক্তি ও মহানুভবতার আদর্শ। তাঁর আদর্শ মানবজাতির জন্য এমন এক ঝর্ণাধারা বা বৃষ্টির মত যা তাদের দেয় মহত্ত্ব জীবন, গতি ও আনন্দ। মানুষের জীবনের প্রকৃত মর্যাদা ও প্রকৃত মৃত্যুর সংজ্ঞাকে কেবল কথা নয় বাস্তবতার মাধ্যমে দেখিয়ে দিয়ে অমরত্ব দান করে গেছেন এই মহাপুরুষ। বিশেষ করে আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ ও শাহাদাতকে তিনি দিয়ে গেছেন অসীম সৌন্দর্য।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামের ক্রান্তিলগ্নে মুসলমানদের করণীয় সম্পর্কে ইমাম হুসাইন (আ.) বলেছেন :

ألَا تَرَوْنَ أَنَّ الْحَقَّ لَا يَعْمَلْ بِهِ، وَ أَنَّ الْبَاطِلَ لَا يَتَنَهى عَنْهُ؟ ليَرْغَبُ الْمُؤْمِن فِيْ لِقَاءِ اللهِ مُحَقًّا

"তোমরা কি দেখতে পাচ্ছ না যে, হকের ওপর আমল করা হচ্ছে না, বাতিলকে নিষেধ করা হচ্ছে না, এ অবস্থায় একজন মুমিনের উচিত নিজের জীবন উৎসর্গ করে আল্লাহ্‌ সান্নিধ্য লাভ করা।

অত্যাচারী এবং আল্লাহর আদেশ অমান্যকারী শাসকদের সম্পর্কে রাসূলের কথার উদ্ধৃতি দিয়ে ইমাম হুসাইন বলেন:

أَيُّهَا النَّاسَ مَنْ رَأَى سُلطَانًا جَائِراً مُسْتَحِلًّا لِحَرَامِ اللهِ، نَاكِثًا لِعَهْدِ اللهِ مُسْتَأْثِراً لَفي اللهِ مُعْتَدِيًا لِحُدُوْدِ اللهِ فَلَمْ يُغَيِّر عَلَيْهِ بِقَوْلٍ وَ لَا فِعْلٍ كَانَ حَقًّا عَلى اللهِ أَنْ يَدْخُلَهُ مَدْخَلَهُ إِلَّا وَ أَنَّ هَؤُلَاءِ الْقَوْم قَدْ أَحَلُّوا حَرَامَ اللهِ وَ حَرَّمُوا حَلَالَهُ وَ اسْتَأْثَرُوا فِي اللهِ

যদি কেউ কোনো অত্যাচারী ও স্বৈরাচারী সরকারকে দেখে যে হালালকে হারাম ও হারামকে হালাল করছে, বায়তুল মালকে নিজের ব্যক্তিগত খাতে খরচ করে, আল্লাহ্‌ বিধান পদদলিত করে, মুসলমানের জানমালের নিরাপত্তা রক্ষা করে না, এরপরও যদি সে নিশ্চুপ থাকে তা হলে আল্লাহ্ তাকে ঐ জালেমের সাথে একই শাস্তি প্রদান করবেন।

ইমাম হুসাইন(আ.) মক্কায় পৌঁছে বসরার জনগণের উদ্দেশ্যে একিট চিঠি লিখে বলেন: وَ أَنـَا أَدْعُوكُمْ إِلَى كِتَابِ اللهِ وَ سُنَّةِ نَبِيِّهِ ـ صَلَّى اللهُ عَلَيْهِ وَ آلِهِ ـ فَإِنَّ السُّنَّةَ قَدْ أُمِيتَتْ وَ إِنَّ الْبِدْعَةَ قَدْ أُحْيِيَتْ، وَ إِنْ تَسْمَعُوا قَوْلِي وَ تُطِيعُوا أَمْرِي أَهْدِكُمْ إِلَى سَبِيلِ الرَّشَادِ؛ আমি তোমাদেরকে আল্লাহর কিতাব ও মহানবীর সুন্নতের প্রতি দাওয়াত দিচ্ছি। ইয়াজিদ মহানবীর সুন্নতকে ধ্বংস করেছে আর বিদয়াতসমূহকে জীবন্ত করেছে। এই পরিস্থিতিতে তোমরা যদি আমার কথা শোন এবং আমার নির্দেশ মান্য কর তাহলে আমি তোমাদেরকে মুক্তি ও সৌভাগ্যের পথে নিয়ে যাব।

ইমাম হুসাইনের সকল ভাষণ থেকে এটা স্পষ্ট হয় যে, তিনি উমাইয়্যাদের অত্যাচার ও অনিষ্ট থেকে ইসলাম ও মুসলমানদেরকে মুক্তি দেয়ার জন্য এবং ইসলামকে রক্ষা করার জন্য কিয়াম করেছিলেন। শাবিস্তান
captcha