IQNA

বিস্ফোরণে অক্ষত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি

15:43 - December 25, 2017
সংবাদ: 2604641
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের জাতীয় গ্রন্থাগারের প্রধান আহমাদ শাওকী বলেছেন, কায়রো সিকিউরিটি অধিদপ্তর বিল্ডিং-এ বিস্ফোরণেরে ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ভলে ভবনের অনেক ক্ষতি হলেও পবিত্র কুরআনের এক খণ্ড ঐতিহাসিক পাণ্ডুলিপি অক্ষত রয়েছে।

বিস্ফোরণে অক্ষত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি

 

বার্তা সংস্থা ইকনা: আল আরবিয়া উপগ্রহ নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে মিশরের জাতীয় গ্রন্থাগারের প্রধান আহমাদ শাওকী বলেছেন, কায়রো সিকিউরিটি অধিদপ্তর বিল্ডিং-এর কাছাকাছি মিশরের ইসলামী শিল্প যাদুঘরটি অবস্থিত। এক বিস্ফোরণের ফলে ভবনটি ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। তবে পবিত্র কুরআনের একটি ঐতিহাসিক পাণ্ডুলিপি সম্পূর্ণরূপে অক্ষত রয়েছে।

এ ব্যাপারে তিনি বলেন: মিশরীয় ইসলামিক মিউজিয়ামের বাহিরের অংশ কাঠ দ্বারা সাজানো হয়েছে। এই বিস্ফোরণের ফলে অনেক ক্ষতি সাধন হয়েছে। এমনকি পবিত্র কুরআনে এই পাণ্ডুলিপিটি কাঠ ও কাচ দিয়ে নির্মিত একটি বাক্সে রাখা ছিলে সেটিও পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে। তবে পবিত্র কুরআনের একটি পাণ্ডুলিপি সম্পূর্ণরূপে অক্ষত রয়েছে।

উল্লেখ্য, এই হামলাটি ২০১৪ সালে ঘটে এবং দায়েশের অন্তর্গত 'আনসার বাইতুল মুকাদ্দেস' সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেছে।

iqna

 

 

 

 

 

captcha