IQNA

ইসলামি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে শত্রুরা সব উপায় অবলম্বন করছে: সর্বোচ্চ নেতা

19:13 - January 02, 2018
সংবাদ: 2604705
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইসলামি শাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে শত্রুরা অর্থ, অস্ত্র, রাজনীতি ও নিরাপত্তা সরঞ্জামসহ নানা ধরনের উপাদান কাজে লাগাচ্ছে। আজ (মঙ্গলবার) শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক বৈঠকের সময় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

 ইসলামি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে শত্রুরা সব উপায় অবলম্বন করছে: সর্বোচ্চ নেতা
বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ইরানি জনগণের ঈমান, সাহসিকতা ও আত্মত্যাগ শত্রুদের ষড়যন্ত্র বাস্তবায়নের পথে বাধা হিসেবে কাজ করছে। তিনি বলেন, জাতীয় সম্মান-মর্যাদা, নিরাপত্তা ও উন্নয়নের জন্য ইরানি জাতি শহীদদের প্রতি ঋণী। শহীদরাই দুনিয়ার সব বন্ধনকে পেছনে ফেলে শত্রুদের সামনে বুক পেতে দিয়েছিলেন।

তিনি আরও বলেছেন, ইরানের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কিছু কথা আছে। উপযুক্ত সময়ে এ বিষয়ে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন সর্বোচ্চ নেতা।

iqna

captcha