বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ইরানি জনগণের ঈমান, সাহসিকতা ও আত্মত্যাগ শত্রুদের ষড়যন্ত্র বাস্তবায়নের পথে বাধা হিসেবে কাজ করছে। তিনি বলেন, জাতীয় সম্মান-মর্যাদা, নিরাপত্তা ও উন্নয়নের জন্য ইরানি জাতি শহীদদের প্রতি ঋণী। শহীদরাই দুনিয়ার সব বন্ধনকে পেছনে ফেলে শত্রুদের সামনে বুক পেতে দিয়েছিলেন।
তিনি আরও বলেছেন, ইরানের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কিছু কথা আছে। উপযুক্ত সময়ে এ বিষয়ে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন সর্বোচ্চ নেতা।