IQNA

ভারতে আয়াতুল্লাহ মুহসিন কারায়াতির ‘তওহিদ’ গ্রন্থ প্রকাশিত

19:58 - February 25, 2018
সংবাদ: 2605127
সাংস্কৃতিক ডেস্কঃ আয়াতুল্লাহ মুহসিন কারায়াতির ‘তওহিদ’ গ্রন্থটি উর্দু ভাষায় প্রকাশ করেছে মুম্বাইয়ে অবস্থিত ইরানি কালচারাল সেন্টার।

ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মুম্বাইয়ে অবস্থিত ইরানি কারচারাল সেন্টারের উদ্যোগে আয়াতুল্লাহ মুহসিন কারায়াতির তওহিদ বইটি উর্দু ভাষায় প্রকাশিত হয়েছে।
২০০ পৃষ্ঠার এ বইতে তওহিদের অর্থ, এর প্রকারভেদ, শিরক ও এর আনুসাঙ্গিক বিষয়াদি সম্পর্কে পরিচিতি অর্জনের পন্থার বিবরণ তুলে ধরা হয়েছে। এছাড়া ধর্মের বিশেষত্ব, ধর্মের প্রয়োজনীয়তা, ধর্ম সম্পর্কে ভুল ব্যাখ্যা প্রসঙ্গে এবং মহান আল্লাহকে চেনার উপায় ও তওহিদের হকিকতসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে।
উস্তাদ কারায়াতি বইটিতে মহান আল্লাহর গুণাবলীর উপর বিশেষ আলোচনা করেছেন। এছাড়া শিরকে আকবার এবং এর বিভিন্ন রূপ প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন বইটিতে।#3694421

captcha