IQNA

মালয়েশিয়ায় হিফজুল কুরআন মাদ্রাসায় আগুন

23:54 - February 26, 2018
সংবাদ: 2605136
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় টানামিরা শহরের হিফজুল কুরআন মাদ্রাসায় আগুন লেগেছে।


বার্তা সংস্থা ইকনা: টানামিরা শহরের হিফজুল কুরআন মাদ্রাসাটি একটি মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসার ৫০০ মিটারের মধ্যে ছাত্রীদের হোস্টেলের ৭০ শতাংশ আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে।
অগ্নীকাণ্ডের সময় হোস্টেলের ২৫ জন ছাত্রী ছিল। সৌভাগ্যবশত তাদের কোন ক্ষতি হয়নি।
এই মাদ্রাসার এক ছাত্র আগুন লাগার ব্যাপারে বলেন: রান্নাঘরে বিস্ফোরণের শব্দ শুনে আমার ঘুম ভেঙ্গে যায়। অল্প সময়ের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে যায়। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হিফজুল কুরআন মাদ্রাসায় আগুন লাগে। এই দুর্ঘটনায় ২৫ জন শিক্ষার্থী নিহত হয়েছে।
iqna

 

captcha