IQNA

১৩ই রজব উপলক্ষে;

ফিলিপাইনের ম্যানিলায় দৃষ্টি প্রতিবন্ধী ক্বারির তিলাওয়াত + ফিল্ম

16:52 - April 04, 2018
সংবাদ: 2605427
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের ম্যানিলা শহরে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশে ১৩ই রজবে দৃষ্টি প্রতিবন্ধী 'শাহাভায় অরাম্পুনী' কুরআন তিলাওয়াত করেছেন।


বার্তা সংস্থা ইকনা: ১৩ই রজব উপলক্ষে ফিলিপাইনের ম্যানিলা শহরে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে সেদেশের দৃষ্টি প্রতিবন্ধী 'শাহাভায় অরাম্পুনী' কুরআন তিলাওয়াত করেছেন।
'শাহাভায় অরাম্পুনী' পবিত্র কুরআনের ক্বারি ও হাফেজ। তিনি ১৯৯৪ সালে গবেষণা করে শিয়া মাজহাবে দীক্ষিত হন।
বার্তা সংস্থা ইকনার দর্শনার্থীদের জন্য 'শাহাভায় অরাম্পুনী' কুরআন তিলাওয়াতটি উপস্থাপন করা হল:
iqna

 

captcha