IQNA

ইমাম মাহদীর সাথে বন্ধুত্বের জন্য আয়াতুল্লাহ কাশমিরির উপদেশ

0:12 - April 15, 2018
সংবাদ: 2605517
প্রতিদিন ১ ঘণ্টা ইমাম মাহদীর সাথে একান্তে কথা বলুন, প্রতিদিন যিয়ারতে আলে ইয়াসিন পাঠ করুন, তারপর বেশী করে এই যিকিরটি পড়ুন: یا صاحب الزمان اغثنی، یا صاحب الزمان ادرکنی، المستعان بک یابن الحسن তার প্রতি তাওয়াসসুল করুন তাহলে তার সাথে কিছু বন্ধুত্ব গড়ে উঠবে।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আয়াতুল্লাহ সাইয়্যেধ আব্দুল কারিম রাজাভি কাশমিরি ১৩৪২ হিজরিতে একটি পরিপূর্ণ ধর্মীয় পরিবারে নাজাফ আশরাফে জন্মগ্রহণ করেন।

তিনি পিতার দিক থেকে আয়াতুল্লাহ সাইয়্যেদ হাসান কাশমিরি এবং মায়ের দিক থেকে উরিওয়াতুল ইসকা গ্রন্থের লেখক আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মাদ কাজেম ইয়াজদির সাথে সংশ্লিষ্ট।

তার পিতা সাইয়্যেদ মুহাম্মাদ আলী কাশরির জন্ম কারবালায় তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মাদ কাজেম ইয়াজদির কন্যার সাথে বিবাহ করেন। আয়াতুল্লাহ ইয়াযদি ছিলেন বড় আধ্যাত্মিক আলেম ও স্বনামধন্য ফকীহ।

তিনি ইমাম জাওয়াদের সন্তান মুসা মোবারকার বংশধর, যার কবর পবিত্র কোম শহরে রয়েছে। কোম শহরের অধিবাসী হলেও তার কারণবসত কাশমিরে চলে যান এবং কাশমিরে সাইয়্যেদ হাসান কোমির মাজার রয়েছে যেখানে সবাই যিয়ারত করতে যায় এবং মানত করে।

তিনি বলেছেন: আমরা যতই ইমাম মাহদী সম্পর্কে বলি এবং লিখ না কেন তা যথেষ্ট নয়, তিনিই হচ্ছেন সকল শিয়া ও তার মুহিব্বিনদের আশ্রয়স্থল। শিয়াদেরকে সর্বদাই ইমাম মাহদীর আবির্ভাবে প্রতি আশাবাদী থাকতে হবে। ইমাম মাহদী(আ.) হচ্ছেন আল্লাহর গোপন রহস্য, যে তার সাথে সাক্ষাত করবে সে আল্লাহর রহস্যের সাথেই সাক্ষাত করল আর যে এই বিষয়কে প্রকাশ করবে সে ঐ রহস্যকে হারাবে।

captcha