IQNA

ইমাম মাহদীর রাষ্ট্রে যুবকদের ভূমিকা

0:12 - May 01, 2018
সংবাদ: 2605651
ইসলামী দুনিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব অনেক সময় রাসূল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম যুবকদের হাতেই ন্যস্ত করেন এবং তাদের হাতে দায়িত্ব সমর্পণ করেন। ইমাম মাহদীও তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো যোগ্য যুবকদের হাতেই তুলে দিবেন।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহান আল্লাহ পবিত্র কুরআনে বলছেন: لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।

এই সুন্দর অবয়ব বলতে যৌবনকালকেই বুঝানো হয়েছে, কেননা এই সময়ে মানুষ সব দিক থে পরিপূর্ণ থাকে। তার চেহারা মনোবল, শক্ত সাহস ইত্যাদি সবই এই বয়সে পরিপূর্ণ অবস্থায় বিরাজ করে।

মহানবীর হাদিসেও উল্লেখ আছে যে, তোমরা ৫টি জিনিসকে ৫টি জিনিসের আগে গনিতম মনে কর তার মধ্যে একটি হচ্ছে বার্ধক্যের পূর্বে যৌবনকে গনিমত হিসাবে মনে কর।

ইমাম মাহদী(আ.) দীর্ঘ যুগ ধরে অন্তর্ধানে থাকর পরও যখন আবির্ভূত হবেন তখন যৌবন অবস্থায়ই আবির্ভূত হবেন। আর তার সাথীরাও হবেন যুবক এবং যৌবনে পরিপূর্ণ।

যুবকরা খুব বড় মনেও হওয়ার কারণে তার সত্যকে সহজেই বুঝতে পারে আর সত্য প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকেও উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করে না।

একজন যুবক যদি হযরত আলী আকবার(আ.)-কে আদর্শ হিসাবে গ্রহণ করে নিজেকে সেভাবে গড়ে তুলতে পারে তাহলে সে অবশ্যই সফল হবে এবং সে তার যুগের ইমামকে সার্বিকভাবে সহযোগিতা করতে পারবে।

কেননা হযরত আলী আকবার তার যুগের ইমাম অর্থাৎ মহান পিতা ইমাম হুসাইনকে সাহায্য করার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেন। আমরাও যদি তার থেকে শিক্ষা নিয়ে ইমাম মাহদীকে সাহায্য করার জন্য প্রস্তুত হতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। শাবিস্তান

 
captcha