IQNA

হিজাবের কারণে আমাকে প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হয়েছিল: মারিয়া ইদ্রিসী

1:07 - May 04, 2018
সংবাদ: 2605678
আন্তর্জাতিক ডেস্ক: কেবল হিজাব পরিধান করার কারণে সুন্দরি প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হয়েছিল বলে জানিয়েছেন ব্রিটিশ মুসলিম মডেল মারিয়া ইদ্রিসী।

 
বার্তা সংস্থা ইকনা: সাবেক এমিরেটস হিজাবি নারী যুক্তরাজ্যের আইটিভি’কে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাত্কারে এই তথ্য জানান।

সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিযোগিতা থেকে তাকে শেষ মুহূর্তে বাদ দেয়া হয়েছিল।

বাদ দেয়ার কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে এই তারকা বলেন, ‘কর্তৃপক্ষ মনে করছেন আমার হিজাব তাদের শ্রোতার সংখ্যা সীমিত করবে।’

ইদ্রিসী বলেন, ‘এটি একটি বড় ধরনের চুক্তি এবং একটি আউটলেট আমার হিজাবের কারণে এতে সাক্ষর করতে আপত্তি জানিয়েছিল। তারা বলেছে, ‘আমরা মনে করি মারিয়া ইদ্রিসী হিজাব পরিধান করে দর্শকদের সংখ্যা কমিয়ে দিচ্ছে, কারণ সে একজন মুসলিম।’

তিনি বলেন, ‘আমি খুবই হতাশ ছিলাম। আমি হিজাব পরিধান করি এটাই ছিল মূল কারণ। তারা মনে করছেন হিজাবের কারণে শ্রোতারা তাদের পণ্য কিনতে আগ্রহী হবেন না।’

২০১৫ সালে ইদ্রিসী ‘এইচএন্ডএম’ ব্র্যান্ডের ক্যাম্পেইনে অংশ নিয়ে প্রতিষ্ঠাটির প্রথম হিজাবি মডেল হন।

তারপর থেকে তিনি শালীন ফ্যাশনের কণ্ঠস্বরে পরিণত হন। চলতি বছরের এপ্রিলে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে যুক্তরাজ্যের ‘ইসলামিক রিলিফ’ নামে একটি সংগঠনের ক্যাম্পেইনে যোগদান করেন। আরটিএনএন

captcha