 
                          
বার্তা সংস্থা ইকনা: দ্বিতীয় বার্ষিকী ইসলামী বই মেলার দুবাইয়ের জাব্বায়ানি নারীর জাগরণ সম্প্রদায়ের উদ্যোগে এবং বিচার মন্ত্রণালয় ও আমিরাতের ইসলামিক এবং এনডাউমেন্ট সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত বাই মেলায় পবিত্র কুরআনের পাণ্ডুলিপি, তাফসির, হাদিসের গ্রন্থ, ইসলামী ইতিহাস এবং ইসলাম ধর্মের বিশিষ্ট ব্যক্তিমণ্ডলীর জীবনীর আলোকে লেখা গ্রন্থ সমূহ উপস্থাপন করা হবে।
এছাড়াও এই মেলায় মুসলিম পরিবার, কথাসাহিত্য বই, শিশু সাহিত্য, চিন্তা এবং ইসলামী ঐতিহ্যের বাইসমূহ প্রদর্শন করা হয়েছে।