বার্তা সংস্থা ইকনা: দেইর আয-জোর প্রদেশে ইরাকের সরকারি সেনারা উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে এবং সন্ত্রাসীরা সেখানে বিপর্যয়কর অবস্থার মধ্যে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র সিরিয়ার বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন দুটি হেলিকপ্টার দায়েশ কমান্ডারদের উদ্ধার অভিযানে অংশ নেয়। দেইর আয-জোরের তোয়াইমিন এলাকা থেকে দায়েশ কমান্ডারদের উদ্ধার করে উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি মার্কিন ঘাঁটিতে পৌঁছে দেয়া হয়।
মার্কিন সরকার সবসময় দাবি করে আসছে- তারা দায়েশ-বিরোধী অভিযান চালাচ্ছে। কিন্তু তাদের অভিযানে এ পর্যন্ত দায়েশের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি বরং বহুবার দায়েশ সন্ত্রাসীদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে মার্কিন সেনারা। এছাড়া, যখন দায়েশ সন্ত্রাসীরা বড় কোনো বিপর্যয়ের মুখ পড়ে তখনই মার্কিন সেনারা সিরিয়ার সেনাদের ওপর হামলা চালায়। পার্সটুডে