বার্তা সংস্থা ইকনা: স্থানীয় উৎস এ ব্যাপারে ঘোষণা করেছে: আজ (২৩শে জুলাই) ভোরে বাইতুল লাহাম শহরে ইহুদিবাদী ইসরাইলের সৈন্যরা হামলা চালিয়েছে।
হামলার সময় ইসরাইলের সৈন্যরা টিয়ার গ্যাস এবং গুলি বর্ষণ করে। এরফলে অনেকেই আহত হয়েছেন এবং ১৫ বছরের ফিলিস্তিনি যুবক "আরাকান ছায়ের মোযহার" শাহাদাত বরণ করেছেন।
এছাড়াও ইসরাইলের সেনারা ফিলিস্তিনের মুহাম্মাদ আদনান আবু আইয়াস এবং জামাল সারাভী নামের দুই যুবককে গ্রেফতার করেছে।
iqna