IQNA

পাকিস্তানে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করল দায়েশ

21:21 - July 25, 2018
1
সংবাদ: 2606298
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কোয়াটায় আজ সকালে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।


বার্তা সংস্থা ইকনা: দায়েশের পরিচালিত আমাক সংবাদ সংস্থায় এই সন্ত্রাসী গোষ্ঠী এক বিবৃতিতে আজ সকালে (২৫শে জুলাই) কোয়েটার একটি নির্বাচনী কেন্দ্রের নিকটে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে।
এক আত্মঘাতী বোমারু আজ সকালে পাকিস্তানের সংসদীয় নির্বাচনের সূচনার সমসময়ে কোয়েটার একটি নির্বাচনী কেন্দ্রের সামনে পুলিশের গাড়ী লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালায়। এই হামলায় ৩১ জন নিহত ও অনেকেই আহত হয়েছেন।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
hycypqkh
0
0
20
captcha