IQNA

আমেরিকায় ধর্মীয় স্বাধীনতা শক্তিশালীকরণের আলোকে আন্তর্জাতিক সম্মেলন

23:58 - July 27, 2018
সংবাদ: 2606317
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে "ধর্মীয় স্বাধীনতা শক্তিশালীকরণ" শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আমেরিকায় ধর্মীয় স্বাধীনতা শক্তিশালীকরণের আলোকে আন্তর্জাতিক সম্মেলন
বার্তা সংস্থা ইকনা: উক্ত সম্মেলন ২৪শে জুলাই শুরু হয়েছে এবং একাধারে তিন দিন অব্যাহত ছিল। প্রথমবারের মতো ওয়াশিংটন সিটিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
"ধর্মীয় স্বাধীনতা শক্তিশালীকরণ" শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় স্বাধীনতা জন্য রাজ্যের আনুগত্য প্রসঙ্গে ইতিবাচক এবং বাস্তব ফলাফল অর্জন এবং এই বিষয়ে প্রকৃত পরিবর্তন ঘটানো।
তিন দিনের এই শীর্ষক সম্মেলনে বিশ্বের ৮০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক সমাজ সংগঠনের ১৭৫ জন এবং ১০০ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেছেন।
iqna

 

captcha