IQNA

সৌদি-জোট বাহিনীর দায়েশ স্টাইলে বন্দি হত্যা

18:08 - August 09, 2018
সংবাদ: 2606416
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম সম্প্রতি তাকফিরি গোষ্ঠী দায়েশ স্টাইলে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর একটি বর্বরোচিত হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করেন।

 

বার্তা সংস্থা ইকনা: দারিদ্রপীড়িত ইয়েমেনে আগ্রাসন চালিয়ে সৌদি জোট যখন একের পর এক অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তখন এ ভিডিও প্রকাশ করেন হুথি মুখপাত্র। আজ (বৃহস্পতিবার) মুখপাত্র আব্দুল সালাম নিজের টুইটার পেজে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, সৌদি নেতৃত্বাধীন জোটের সদস্যরা আটক ইয়েমেনি যোদ্ধাদেরকে খোলা জায়গায় নিয়ে মাথায় গুলি করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করছে। এসময় তাদের চোখ বাঁধা ছিল এবং দু'হাতও পেছন থেকে বাঁধা ছিল।

আব্দুল সালাম বলেন, "এ ধরনের চিত্র আমাদেরকে তাকফিরি দায়েশের নৃশংসতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তিনি বলেন, দায়েশ স্টাইলে এ হত্যাকাণ্ড প্রমাণ করছে যে কুখ্যাত এ উগ্র গোষ্ঠী তৈরিতে কেবল আমেরিকা নয় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেরও হাত ছিল।"

হুথির মুখপাত্র আরো বলেন, নিজেদের হীন স্বার্থ হাসিলের জন্য সৌদি আরব এবং আরব আমিরাত এসব উগ্র গোষ্ঠীকে এখন অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এছাড়া, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নিরব ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের বিরুদ্ধেও চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। পার্সটুডে

captcha