বার্তা সংস্থা ইকনা: ইরানে ‘সরকার সপ্তাহ’ শুরুর দ্বিতীয় দিনে আজ (শনিবার) প্রেসিডেন্ট রুহানি ও তার মন্ত্রিসভার সদস্যরা ইমাম খোমেনীর (রহ.) মাজার জিয়ারত করেন। এ সময় প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা ইসলামি বিপ্লবের রূপকার আয়াতুল্লাহ খোমেনীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর প্রতি শ্রদ্ধ জানান। মাজারে প্রেসিডেন্ট ও মন্ত্রীদেরকে অভ্যর্থনা জানান ইমাম খোমেনীর নাতি হাসান খোমেনী। তিনি হচ্ছেন ইমাম খোমেনী মাজার কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক।
প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, শত্রুরা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন হচ্ছে ইমাম খোমেনীর আকাঙ্ক্ষাগুলো পূরণে নতুন করে শপথ নেয়া। তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধ আছি এবং শত্রুদের সমস্ত ষড়যস্ত্র নস্যাৎ করে দিতে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব।