 
                           
 
বার্তা সংস্থা ইকনা: পবিত্র মুহররম মাসের তাসুয়া তথা নবম রাত্রের শোকানুষ্ঠান গতকাল দিবাগত রাত্রে (১৮ই সেপ্টেম্বর) কারবালায় ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর মাযারের প্রঙ্গণসমূহে অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া্ গতকাল রাত্রে দিবাগত রাত্রে নাজাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের প্রঙ্গণেও আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোকানুষ্ঠানে ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশের জিয়ারকারীগণ অংশগ্রহণ করেছেন।