IQNA

মিশর ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে;

গুয়েদার বন্দরে সুয়েজ খাল সংযোগ স্থাপনের প্রচেষ্টা

20:39 - September 26, 2018
সংবাদ: 2606811
আন্তর্জাতিক ডেস্ক: মিশর ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানের গওয়াদার বন্দরে সুয়েজ খাল সংযোগ করা হবে।


বার্তা সংস্থা ইকনা: বাণিজ্যিক ডিভাইসের প্রধান আহমেদ এন্টার বলেন: মিশর ও পাকিস্তানের সরকার একত্রে কাজ করার লক্ষ্যে পাকিস্তানের গওয়াদার বন্দরে সুয়েজ খাল সংযোগ করতে যাচ্ছে। চীন ও পাকিস্তানের সাথে সংযোগ স্থাপনের পর দু'দেশের মধ্যে ব্যাবসায়িক সফলতা আসে।
আহমেদ বলেন: সুয়েজ খাল এবং পাকিস্তানের গওয়াদার বন্দর সিল্ক রোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। এই পথে ব্যবসা চালু করার মধ্যে মিশর ও পাকিস্তানের মধ্যকার ব্যাবসায়িক সম্পর্ক উন্নয়ন করা সম্ভব।
iqna

 

captcha