বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম ও মুফাসসেরে কোরআন হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহসেন কারাআতি বলেছেন: পবিত্র কোরআনের আয়াত ও রেওয়ায়তের বর্ণনা অনুযায়ী কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এমনকি নবী, রাসূল ও আউলিয়াদেরও আল্লাহর আদালতের জবাবদিহিতা থেকে রেহাই পাবেন না। অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়েও আল্লাহর তার বান্দার নিকট প্রশ্ন করবেন। প্রত্যেককে তার কৃত কর্মের জন্য জবাবদিহিতার পর কিয়ামতের বিচার দিনের আদালত অতিক্রম করতে হবে।
তিনি বলেন: সেদিন মূর্খ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে- কেন সে জ্ঞান অর্জন করেনি এবং জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে- কেন সে নিজের জ্ঞান অজ্ঞাতদের মাঝে বিতরণ করে নি। সেদিন যেমনভাবে নেক ও উত্তম আমল সম্পাদনকারীদের পুরস্কৃত করা হবে, তেমনভাবে নাফরমানি ও মন্দ কর্মের জন্য শাস্তি ভোগ করতে হবে।
তিনি আরও বলেন: মানুষ যদি এ পৃথিবীতে কৃত অপরাধে সত্যিকারভাবে অনুতপ্ত হয়ে দয়াময় আল্লাহর নিকট তওবা করে, তাহলে হয়তো সে কিয়ামতের কঠিন আযাব থেকে মুক্তি লাভ করতে পারে। কিন্তু জেনে রাখা প্রয়োজন যে, তওবার সময় মৃত্যুর পূর্ব মূহুর্ত আর মৃত্যু সাধারণত আকস্মিকভাবেই এসে থাকে।