বার্তা সংস্থা ইকনা: "বাদশাহ আব্দুল আজিজ" শিরোনামে উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল পর্যন্ত এই প্রতিযোগিতা অব্যাহত থকবে।
৪০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৮২টি দেশের মোট ১১৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতা মোট ৪টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। তাজবিদ ও তাফসির সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, তাজবিদ সহকারে ১৫ পারা হেফজ এবং তাজবিদ সহকারে ৫ পারা হেফজ।
প্রতিযোগিতার প্রথম দিনে প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই পর্বে যারা ৮০ শতাংশের অধিক নম্বর পেয়েছে, তারা চূড়ান্ত পর্বের জন্য মসজিদুন নবাবী (সা.)এ অংশগ্রহণ করবে।
৪০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রাথমিক পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ওলীদ বিন হাযাম আল-আতিবী এবং আব্দুল্লাহ বিন আতাউল্লাহ আল-হুসাইন।
iqna